এলাকাবাসী বলেন, এমপি হাবিব হাসান আপনি ভালোভাবে এই জায়গার প্রতি নজর বৃদ্ধি করলে এই এলাকার মানুষ বাঁচবে। বর্ষা না আসতেই রাস্তার এই দুরবস্থা মেঘ বৃষ্টি না থাকলেও থৈথৈ পানি এ দৃশ্য রাজধানীর উত্তরার দক্ষিণখান চালাবন মাজার রোড ও উত্তরখান-মাষ্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের মোড়। অটো ড্রাইভার রায়হান জানায়, এসব পানিতে গাড়ী চালানোর কারণে হচ্ছে পানিবাহিত রোগ। তাছাড়া স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের অবস্থা হয় আরও করুন। দৃশ্যধারণে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ।