Amar Praner Bangladesh

বুলগেরিয়ার বাসে আগুন, ৪৫ জনের মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

বুলগেরিয়ায় পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, মৃতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। দগ্ধ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় একটি টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।