এমএ আজিজ সেলিম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ সদর তেঘরিয়া ইউনিয়নে জমি দখল কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৫ অন্তত জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতি দুপুরে উপজেলার সদর তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বৃহস্পতি দুপুরে ওই গ্রামের নুর ইসলাম মিয়া ও আরজু মিয়ার মধ্যে জমি দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এরি জেরে দুপুরে উভয়ের পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে আরজু মিয়া, শাহিন মিয়া, কামাল মিয়া, আল আমিন, মহরম আলী, রুবেল মিয়া, শিপন মিয়া, জুয়েল মিয়া,কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এব্যাপরে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাস (ওসি) মাসুক আলী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে