মীর আবু বকরঃ
আগামী ১১ অক্টোবর সাতক্ষীরায় শিশুদের কোভিড ১৯ ভ্যাকসিন টিকাদান প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পঃ পঃ কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল কর্মশালা উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, অত্যন্ত সতর্কতার সাথে শিশুদের ভ্যাকসিন প্রদান করতে হবে। ভ্যাকসিন প্রদানের পূর্বে শিশুর শরীরে তাপমাত্রা ও খাওয়ার বিষয়টি অবশ্যই জিজ্ঞাসা করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বলিষ্ঠ পদক্ষেপ শিশুদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এটি নিয়ে যেন কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। সকলকে আন্তরিকতার সাথে এই কাজ সফল করতে হবে। পাশাপাশি জনসাধারণের মাঝে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাল্য বিবাহ প্রতিরোধ সহ স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন।এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দান করেন এম টি ই পি আই শেখ মাহবুর রহমান, হেলথ ইন্সপেক্টর জিয়াউল হক, পরিসংখ্যানবিদ সাব্বির সালেহীন,এম টি ইপি আই ফারুখ হাসান, এম টি ইপি আই মেহেদী হাসান তপু সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৪ জন স্বাস্থ্য কর্মকর্তা ও ৪২ জন স্বাস্থ্যকর্মীসহ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আজ থেকে ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিক্ষার্থীদের পর্যায়ক্রমের টিকা প্রদান করা হবে।
Leave a Reply