রবিউল আলম রাজু :
রাজধানী দক্ষিণখান থানায় অফিসার ইনচার্জ সিকদার মোঃ শামীম হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে একেরপর এক তার সাহসী ভূমিকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারীরা আসছে আইনের আওতায়। ২২/০৫/২০২০ খ্রি. সময় ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দক্ষিণখান থানাধীন মৌশাইর মীর তালেব আলী রোড, বাসা নং- ৪০৯, মীর শরিফের বাড়ীতে একজন লোক অবৈধ অস্ত্র সহ অবস্থান করিতেছে।
এই সংবাদ অফিসার ইনচার্জ সিকদার মোঃ শামীম জানতে পেরে উক্ত সংবাদের ভিত্তিতে ইংরেজী ২২/০৫/২০২০ খ্রি. সময় ৩.০০ ঘটিকায় ঘটনাস্থল হতে নিরব হোসেন সিয়াম (২৯), পিতা- মৃত বজলুর রহমান, মাতা- মোছাঃ গোলাপী বেগম, সাং- সালনা পোড়াবাড়ী, থানা- জয়দেবপুর, ডিএমপি গাজীপুর। বর্তমান ঠিকানাঃ বাসা নং- ১৫৯, মাসুদ পাওয়ার জীমের সাথে নগরীবাড়ী, থানা- দক্ষিণখান, ডিএমপি ঢাকাকে গ্রেফতার করা হয়। আসামীর হেফাজত হতে দেশীয় তৈরি একটি সক্রিয় ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। এই বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলছে। আসামী নিরব হোসেন সিয়ামের বিরুদ্ধে মাদক সংক্রান্ত দক্ষিণখান থানার মামলা নং- ১০ (৬) ১৭, ১৭ (১০) ১৮ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply