রবিউল আলম রাজু :
কোভিড-১৯ সংক্রামণ এড়াতে সম্প্রতি দক্ষিণখান থানায় অফিসার ইনচার্জ সিকদার মোঃ শামীম হোসেনের প্রচেষ্টায় থানার সামনে বসানো হয়েছে ডিসিনফেকশন টানেল মেশিন। মানুষ মানুষের জন্য, আবেগ জাগ্রত কর বন্ধু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ সিকাদর মোঃ শামীম হোসেনের দিক নির্দেশনায় জনগণকে সচেতন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দক্ষিণখান থানার পুলিশ।
দক্ষিণখান থানার চৌকস অফিসার ইনচার্জ করোনা ভাইরাসকে মোকাবেলা করার নিমিত্তে থানার সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থাপনার পাশাপাশি সম্প্রতি স্থাপন করেছেন কোভিড-১৯ ডিসিনফেকশন টানেল মেশিন। তিনি দিন-রাত নিজেদের জীবনকে বিপন্ন করে সবাইকে বুঝাতে চেষ্টা করছেন ভয় নয়, জনসচেতনতাই পারে করোনা ভাইরাসকে জয় করতে। দক্ষিণখান থানায় কেউ করোনা আক্রান্ত হয়নি বলে জানা যায়।
যেকোন সময় করোনা আক্রান্ত হতে পারে জেনেও থেমে নেই তার মানুষ সেবার অঙ্গীকার। সৎ, নির্ভীক ও সাহস প্রতিহত করতে পারে সব ধরনের বিপদকে, এমনটাই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সরকারী অফিসার। অফিসার ইনচার্জ সিকদার মোঃ শামীমের নির্দেশে থানা কর্তৃপক্ষ মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা, দূরত্ব বজায় রেখে করোনা মোকাবেলা করা এবং হাটবাজারে মানুষ যেন বের হয়ে করোনায় আক্রান্ত না হয়, এসব বিষয়ে তার দিক নির্দেশনা ও ভূমিকা চোখে পড়ার মতো।
তিনি থানায় যোগদানের পর দক্ষিণখান থানা এলাকায় মাদকের বিরুদ্ধে যুুদ্ধ ঘোষণা করলে এবং মাদক ও অপরাধ স্পর্ট গুলো শনাক্ত করে যথাযত আইনগত ব্যবস্থা নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলে এলাকা থেকে মাদক এবং অপরাধ অনেকটাই শূন্যের কোঠায় নেমে আসে। বদলে দেওয়ার অসাধ্যকে সাধন করেছেন পুলিশের এই কর্মকর্তা,যার প্রচেষ্টায় প্রতিটি এলাকায় অসহায় সম্প্রদায় পেয়েছেন নতুন ঠিকানা এমন অসংখ্য ভালো কাজ তিনি করেছেন এবং করে যাচ্ছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply