এস এম নূর ইসলাঃ
চিতলমারী উপজেলার সদরে চিতলমারী সরকারি এস.এম.মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রমেন্দ্রনাথ মল্লিক গত ২২.০৩.২০২৩ ইং তারিখে শিক্ষক মিটিং আহবান করেন। উক্ত মিটিংয়ে অফিস সহায়ক ভক্ত দাস সরকারকে ডেকে বিশ্রী ভাষায় সুইপারের বাচ্চা সুইপার বলে গালিগেলাজ করে।
ভক্ত দাসের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক প্রায়ই তার ব্যক্তিগত বাড়ির কাজ করতে আদেশ দেয়। তার বাড়ির কাজ না করলে তার সাথে অমানবিক আচরণ করে। তার চাকুরী খেয়ে ফেলবে, তার বেতন কেটে দিবে ইত্যাদি ভয় দেখায়।
ভক্ত দাস আরোও বলেন, আমি প্রচন্ড অসুস্থ আমাকে মানষিক চাপ দিলে আমি মারা যাব। গত ২২.০৩.২০২৩ তারিখে তাকে গালিগেলাজ করলে সে এক পর্যায় শিক্ষার্থীদের নিকট কান্নায় ভেঙ্গে পড়লে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাকে নিয়ে বিক্ষোভ করতে উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ের দিকে যেতে দেখা যায়।
এ ব্যাপারে প্রধান শিক্ষককের সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখান। এই ঘটনায় এলাকার সকল সাধারণ জনতা ও অভিভাবক মন্ডলী প্রধান শিক্ষকের এমন কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply