আব্দুল খালেক সুমন :
গাজীপুরের টঙ্গীতে নিজ শিশু সন্তানের বিনিময়ে ঋণের টাকা পরিশোধ করেছেন এক মা। টঙ্গী পূর্ব আরিচপুরের আইনউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মা লিমা হনুফা।
শিশুর মা লিমা হনুফা জানান, পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়েন স্বামী মাসুম। এক মেয়ে, দুই ছেলে ও স্বামীকে নিয়ে পাঁচ জনের পরিবার তার। তিনি মানুষের বাসায় আয়া হিসেবে কাজ করেন। স্বামী ও সন্তানের সংসার খরচ চালাতে গিয়ে দোকান বাকি, নগদ ঋণসহ ৩০ হাজার টাকার ঋণের তলে পড়ে যান লিমা হনুফা। অভাবের তাড়নায় মাত্র ৩০ হাজার টাকায় ৫৫ দিনের নবজাতক শিশু সন্তানকে বিক্রি করে দেন তার বাবা মা। শিশু বিক্রির দুদিন না পেরোতেই সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠেন মা লিমা হনুফা।
পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে আসেন টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই ইয়াসিন আরাফাত। এসে শুনেন ঘটনার মর্মস্পর্শী কাহিনি। খবর পান টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম। ছুটে যান ঘটনাস্থলে। গিয়ে দেখেন সন্তান হারা মা অঝোর ধারায় কান্না করছেন। সন্তানের জন্য ছুটাছুটি করছেন পাগলের মতো। ওসি আশরাফুল, সন্তান হোসেনকে ফিরে পেতে খোঁজ নেন ৩০ হাজার টাকায় সন্তান কিনে নেয়া, ঢাকা জেলার দোহার থানার লারিসা গ্রামের নিঃসন্তান দম্পতি কাশেম-স্বর্ণার বাড়িতে। তাঁদেরকে পেয়েও যান ওসি আশরাফুল। ওসি আশরাফুল, মা লিমা হনুফার পুরো ঘটনাটি জানান নিঃসন্তান দম্পতিকে। তাঁরা রাজি হন ৫৫ দিনের হোসেনকে ফিরিয়ে দেয়ার জন্য। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল নিজ থেকে ৩০ হাজার টাকা পরিশোধ করে হোসেন নামের শিশুটিকে মা লিমা হনুফার কোলে তুলে দিতেই সে কি যে আনন্দ, তা বলে বোঝানোর মত নয়, বললেন ওসি আশরাফুল ইসলাম।
পরে টঙ্গীর হক গ্রুপ কোম্পানিতে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম শিশুটির বাবা মাসুমকে হক বিস্কুট কারখানায় চাকরির সুযোগ করে দেন।
গত ২৬/০১/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকালে টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গনে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মাহবুবউজ্জামান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply