জাকির হোসেন হৃদয় : যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে লিপি খাতুন (৪০) নামের একজন মিল শ্রমিক নিহত হয়েছেন। অপর শ্রমিক তাসলিমা খাতুন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার পাঁচকবর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপি খাতুনের স্বামী সামাদ সরদার জানান- মঙ্গলবার বেলা ২টার দিকে নওয়াপাড়ার সরদার জুট মিলের শ্রমিক লিপি খাতুন ও তাসলিমা খাতুন পাঁচকবর এলাকা থেকে রেল লাইনের ওপর দিয়ে মিলে যাওয়ার পথে যশোরগামী ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে তাদের দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালিন সময়ে মঙ্গলবার বিকালে লিপি খাতুনের মৃত্যু হয়। নিহত লিপি খাতুন খুলনার ডুমুরিয়া উপজেলার রুদ্রঘরা গ্রামের হাছেন গাজীর মেয়ে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply