জাকির হোসেন হৃদয় : যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন মাদক বিক্রেতাদের বাড়িতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, ৭ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করেছে। এছাড়া শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুলের বাড়ি অভিযান চালিয়ে ৪ টি সিসি ক্যামেরা জব্দ করেছে। যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী (পিপিএম) গত পরশু বিকালে যশোর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া মাদক হিসাবে চিহ্নিত রেলস্টেশন হতে গুয়াখোলা প্রফেসরপাড়া পর্যন্ত প্রায় দুই শতাধিক পুলিশ এলাকাটি ঘিরে ফেলে শুরু করে সাড়াশি অভিযান। এ সময় বিভিন্ন মাদক পয়েন্ট থেকে ৫ মাদক ব্যবসায়ী শুকুর আলী (২৭) , সোহেল রানা (২৫), জুয়েল (৩০), জাহিদ (২৬) , ও মাসুম (২২) আটক করে এবং তাদের কাছ থেকে ১০০ পিচ, ৫০০ গ্রাম গাজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে গুয়াখোলা গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে নওয়াপাড়ার শীর্ষ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রি কাজে ব্যবহৃত ৪ টি অত্যাধুনিক সিসি ক্যামেরা জব্দ করে এবং তার মাদক আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এছাড়া চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি বেগম , ইকবাল, জাহিদ, রোকন, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম, শরিফ সহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে সাধারণ জনগণ জানায়, পুলিশ আসার আগেই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তাদের মাদক দ্রব্য নিয়ে সরে পড়ে। ভাঙ্গাগেট লক্ষ্মীপুর গ্রামের গাজা স¤্রাট নুর মল্লিক এখনও থেকে গেছে ধরা ছোয়ার বাইরে। অভিযান সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী জানান, আমরা রবিবার অভয়নগর উপজেলায় যারা বড় ধরনের মাদক ব্যবসায়ী রয়েছে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করি। পুলিশ সুপার কর্তৃক যে ১০১ দিনের মাদক বিরোধী কর্মসূচী ঘোষনা করা হয়েছিল তারই অংশ এটি। ডোর টু ডোর অভিযানে অভয়নগর থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে ১ হাজার পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, ৭ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।তিনি আরও জানান, রবিবারের এ অভিযানে অতি গুরুত্বপূর্ণ সফলতা হল নওয়াপাড়া চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুলের বাড়িতে অভিযান পরিচালনার সময় তার বাড়ি থেকে স্পাই সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। আমাদের প্রাথমিক ধারনা হল কামরুল তার বাড়ির মধ্যে বসে প্রশাসনের আসা যাওয়া নজরদারি রাখত এই ক্যামেরার মাধ্যমে। আমাদের এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply