Amar Praner Bangladesh

অরবিস ফ্লাইং আই হসপিটাল’ এখন চট্টগ্রাম বিমান বন্দরে

হোসেন বাবলা:
বিশ্বের একমাত্র অরবিস ফ্লাইং আই হসপিটাল’ এখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটায় বিশেষায়িত বিমানটি অবতরণ করে। রোববার (১৯ নভেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে জটিল চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে।
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণ এবং ন্যাশনাল আই কেয়ার  ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় হাসপাতালটি বাংলাদেশে এসেছে। এটি উড়ন্ত হাসপাতালটির দশম বারের মতো বাংলাদেশ ও চতুর্থবারের মতো চট্টগ্রাম সফর।শুক্রবার (১৭ নভেম্বর) পাহাড়তলীর জাকির হোসেন সড়কের ইমরান সেমিনার হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রবিউল ইসলাম লিখিত বক্তব্যে এসব তথ্য দেন।তিনি এই আয়োজনে সকল মিডিয়াকে প্রচার-প্রচরণা দিয়ে দেশের অসহায়,দুস্থ গণমানুষ কে জটিল চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা নিতে উৎসাহিত করার আবেদন জানান।তিনি এই বার সহ১০ম অরবিস ফ্লাইং আই হসপিটাল’র সহযোগিতা টুকু সর্বাত্মক গ্রহণে অনুরোদ করেন।