Amar Praner Bangladesh

অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

 

 

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫ নং অলোয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় অলোয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যেদের দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিঞা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক। পরে অলোয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে নবনির্বাচিত ইউপি সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন ইউপি সচিব মো. মাহাবুবুর রহমান সুজন।