বরগুনা : বরগুনার বামনা উপজেলার কালাইয়া গ্রামের নুরু পঞ্চায়েতের মেঝ ছেলে অষ্টেলিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলাম (৩০) গত ২৮ জুলাই তার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গতি রোধ করে এবং তার কাছে অনেক টাকা আছে মনেকরে সেই টাকা নেয়ার জন্য তাকে গুলিকরে এবং সে ঘটনা স্থলেই মারাযায়। নজরুলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। উল্লেখ্য নজরুলের বড়ভাই জাকারিয়া মহারজের অস্টেলিয়ার পাপুয়া নিউগিনি শহরে ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করতো নজরুল। গত ০৯ আগষ্ট বৃহঃবার তার মরদেহ বাংলাদেশে নিয়েআসে ১০ আগষ্ট সকাল দশ ঘটিকার সময় তার কালাইয়া গ্রামের বাড়ির সামনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয় । প্রতিকুল আবহাওয়ার মধ্যেও জানাজায় কয়েক হাজার লোক উপস্থিত হয় ্ওবং নজরুলকে একনজর দেখার জন্য শতশত লোক ভির জমায় এবং শেষ বিদায় জানায়। জানাজা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করাহয়।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply