শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ হিন্দি সিনেমায় নৈতিকতা-মূল্যবোধের অভাব রয়েছে: কাজল যার আইনি প্যাঁচে অভিযুক্ত হলেন ট্রাম্প শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী রাজধানীর উত্তরখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ অন্য মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের বন্ধু মহিবুর রহমান মিশান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪ Time View

 

 

হাবিব সরকার স্বাধীন :

 

সমাজে ভালো মানুষের বড়ই অভাব। অনেক মানুষ শত কোটি টাকার মালিক হয়েও অসহায় দরিদ্র মানুষের খবর নিচ্ছে না। আবার কিছু কিছু নিবেদিত নিঃস্বার্থ সমাজসেবী মানুষ সামান্য টাকার মালিক হয়েও সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিয়ত নিজেকে উজাড় করে দিচ্ছেন। এমনই একজন শিক্ষানুরাগী, নি:স্বার্থ সমাজ সেবক, রাজনীতিবিদ পরোপকারী মোঃ মহিবুর রহমান মিশান। মানবসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে মানবতার কল্যাণে সমাজের প্রতিটি স্তরে আলোচিত হয়েছেন মোঃ মহিবুর রহমান মিশান, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সাবেক সহ সভাপতি, ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগ, সাবেক সহ সভাপতি, রামপুরা থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।

গুলশান বনানী ১৯ নং ওয়ার্ডের পরিচিত মুখ সমাজসেবক মহিবুর রহমান মিশান। তিনি ছাত্র জীবন থেকে দীর্ঘদিন রাজনীতির সাথে রয়েছেন। শত ব্যস্ততার মাঝেও আওয়ামী লীগকে ভালোবেসে অঙ্গ গঠনের প্রত্যেকটি প্রোগ্রামে তার কর্মী সমর্থকদের নিয়ে অশগ্রহণ করেন। করোনা মহামারীর সময় তার এলাকার অলিতে গলিতে নিজস্ব অর্থায়নে হতদরিদ্র, রিক্সাচালক, ভ্যানচালক, পথ শিশু সহ রাস্তায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছেন। যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যম কর্মীদের বিষয়টি নজরে এসেছে।

মহিবুর রহমান মিশান বলেন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষকে ভালোবেসে কিছু করাটা ইবাদতের সমতুল্য, আল্লাহকে পেতে চাইলে সর্বপ্রথম মানুষকে ভালোবাসতে হবে। এ বিষয়ে জানতে চাইলে মুহিবুর রহমান মিশানের ঘনিষ্ঠ বিপ্লব ও এলাকাবাসীর কামাল, আরিফ খান লিলিন, বিল্লাল, বলেন বর্তমান তরুণ প্রজন্মের সাথে নিয়ে মিশান সব কাজেই এগিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতি ও মানব সেবায় আত্ম-উৎসর্গ করেছেন নিজেকে। তিনি বলেন, এলাকার মানুষের পাশে থাকা আমার ইচ্ছা। করোনার শুরু থেকে তার এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডে সব পরিবারকে খাদ্যসামগ্রী সহয়তা দিয়েছেন। অনেক পরিবারে রাতের আঁধারে চুপিসারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মানবতাবাদী একজন ভালো লোকের দৃষ্টান্ত রেখেছেন।

করোনার দ্বিতীয় ঢেউ এর আগ্রাসনে শীতের শুরুতে শিশু কিশোররা স্কুল কলেজে যেতে না পেরে যেন কোন প্রকার সামাজিক ব্যধিগ্রস্থ হতে না পারে। কোনভাবেই যেন নেশাগ্রস্থ হতে না পারে সেজন্য সে তার এলাকায় শিশু কিশোরদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। মোঃ মহিবুর রহমান মিশান জানান, আমি মানুষের সেবা করতে চাই। সারা জীবন গরিব-দুঃখী, অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিজেকে উজাড় করে দেব। মহামারী করোনা ভাইরাসে লকডাউনের সময় আমি বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে দফায় দফায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।

এ ছাড়া দুস্থ, অসহায় এবং গরীবদের সহযোগিতা করে আসছি। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছেন। পদ পদবীর জন্য রাজনীতি করেননি। তিনি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকৎপরতায় এলাকার গন মানুষের মধ্যমনি হয়ে উঠেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়