খালেদা নাহিদা সাজু, রৌমারী প্রতিনিধিঃ
ক্ষুদ্র মস্তিস্কের এক সুপ্ত চিন্তাধারার বহিঃপ্রকাশ। আমাদের ক্ষুদ্র হাতে তৈরি একটি ছোট্ট সংগঠন। (সূচনা)এসএসসি ২০২০ ব্যাচ এর হাত ধরে যার পদচারনার প্রথম প্রকাশ। যদিও, অনেক আগে থেকেই এর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এবং ক্রমান্ময়ে এর দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম প্রতিনিয়তই প্ররিচালিত হচ্ছে। কিছুদিন আগেও করনা কালের কিছু উদ্যেগ সম্পন্ন হয়েছে।
এবার ‘ঈদ’ উপলক্ষেও এমন কার্যক্রম পরিচালিত হবে.. হত-দ্ররিদ্রদের জন্য কিছু উপহার সামগ্রীর আয়োজন প্রায় সম্পন্ন।। (সংগঠন) কিছুদিন আগেও এটি শুধু রৌমারীতে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে এটি রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় উপলক্ষিত। আশা করি, পরবর্তীতে এর পরিসর আরও বড় হবে। ইনশা-আল্লাহ এই মানবতার লক্ষ্যে, আরও অনেকে তাদের মানবিক হাত আমাদের পাশে বাড়াবে। মানুষ হিসেবে মানুষের দুঃখ দিনে পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য।
তাই মানুষের সেবার লক্ষ্যে, তাদের কঠিন মূহুর্তে ক্ষুদ্র সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমারা প্রস্তুত অসহায়দের ‘অসহায়ত্বের’ রিরুদ্ধে লড়তে। আমাদের সংগঠন টি যেনো চিরকাল অসহায়-দরিদ্রদের লক্ষ্যে কাজ করে যেতে পারে, এই কামনা করি।
শুধু তাই নয়, দিনে দিনে অসহায়-দূস্থদের সহযোগিতায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এরুপ সংগঠন গড়ে উঠুক এই কামনা করি। সবাই মানবতার স্বার্থে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভালো থাকুক প্রত্যেকটি প্রাণ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply