শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

 

 

বশির আলম :

 

বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি ৫৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত ২০১৩ সালে প্রথম মেয়র নির্বাচিত হন অধ্যাপক এম এ মান্নান। অনিয়ম আর দুর্নীতির দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দীর্ঘ চার বছর কারাবরণ করতে হয়। পরবর্তী সময় ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী লাভ করেন বর্তমান সময়ের সমালোচিত সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ নানা অনিয়মে বরখাস্ত হন। বর্তমান বৃহৎ এই সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ দায়িত্ব পালন করছেন।

তৃতীয় মেয়াদে আগামী ২০২৩ নির্বাচনে কে হবেন এই চিঠির ভাগ্য নগরপিতা। নির্বাচন আসন্ন হতে গাজীপুর মহানগর জুড়ে মেয়র পদপ্রার্থী হিসেবে অনেকেই প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে। ইতিমধ্যে নৌকার প্রতিক চেয়ে অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই রুবেল সরকার গাজীপুর সিটি মেয়র পদপ্রার্থী। সমালোচিত ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সরকার রুবেল অস্ত্র নিয়ে মহড়া দিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে বেশ আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন, এখানেই শেষ নয় ২০১৩ সালে গাজীপুর সিটি নির্বাচনে হাঁস মার্কা নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছেন, খোঁজ নিয়ে জানা যায় বিএনপি থেকে বহিষ্কার হয়ে বর্তমানে নৌকার সমর্থনে মেয়র নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা করে ১৩ দফা দাবি পেশ করে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

যদিও আলোচিত এই ব্যবসায়ী আওয়ামী লীগ ও সহযোগী কোন অঙ্গ সংগঠনের সদস্য নন, কিন্তু এত বড় একটি রাজনৈতিক দলের প্রার্থিতা দাবি করে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দেওয়া মানে কি ? আওয়ামী লীগ অতিপ্রাচীনতম রাজনৈতিক সংগঠন, গাজীপুর মহানগরে দলের একাধিক অভিজ্ঞ রাজনৈতিক নেতা কর্মী রয়েছে। সিটি নির্বাচনে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করে মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তৃণমূল আওয়ামী লীগে নেতা কর্মীদের চাওয়া পাওয়া । কোনো হাইব্রিড লেবাসধারী বসন্তের কোকিল নৌকার মনোনয়ন চাওয়া হাস্যকর ছাড়া কিছু নয় । এ ধরনের প্রচার প্রচারনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়