Amar Praner Bangladesh

‘অ্যানাবেল টু’ এবার বাংলাদেশে

অভিশপ্ত পুতুলের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘অ্যানাবেল : ক্রিয়েশন’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। ‘কনজুরিং’ সিরিজের এটি চতুর্থ কিস্তি।

‘অ্যানাবেল : ক্রিয়েশন’ ১১ আগস্ট বাংলাদেশেও মুক্তি পেয়েছে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যানাবেল’ সিনেমার প্রিক্যুয়েল এটি।

ডেভিড এফ স্যান্ডবার্গ ‘কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির এ সিনেমাটি পরিচালনা করেছেন। অভিনয় করেছেন স্টেফানি সিগম্যান, মিরান্ডা ওটো, অ্যান্থনি লাপাগলিয়া প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুস ও নিউ লাইনের এ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল ১৫ মিলিয়ন মার্কিন ডলার। শুরুর দিনেই ছবিটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ফেলেছে। শুধু বক্স অফিসই হয়, সমালোচকদেরও মনজয় করেছে ছবিটি।