শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

অ্যান্টার্কটিকায়ও হানা দিয়েছে করোনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

 

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার বছরখানেক পর এর ভয়াল থাবা ছড়িয়ে পড়েছে বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকায়। চলতি সপ্তাহে প্রথমবারের মতো পৃথিবীর সর্বদক্ষিণের ওই মহাদেশে দুই জনের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়।

আর এখন সেখানে এ ভাইরাসে আক্রান্ত বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে আজ ২৩ ডিসেম্বর, বুধবার বিবিসি’র সংবাদে বলা হয়েছে। আক্রান্তদের ২৬ জনই চিলির সামরিক বাহিনীর কর্মকর্তা। বাকি ১০ জন সাধারণ রক্ষণাবেক্ষণকর্মী।

দেশটির সেনাবাহিনী জানায়, সেখানে অবস্থানরত বিভিন্ন গবেষণাকেন্দ্রের মোট ৩৬ কন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ইতোমধ্যে চিলিতে ফিরিয়ে এনে আইসোলেশনে রাখা হয়েছে।

অ্যান্টার্কটিকায় চিলির ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজে ওইসব গবেষণাকেন্দ্রে প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়। প্রথমে জাহাজে থাকা তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর এক দিন পরই দুটি গবেষণাকেন্দ্রের ৩৬ জন কোভিড পজিটিভ হয়। এর মাধ্যমে পৃথিবীর সকল মহাদেশেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়