বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের বিরামহীন প্রচারণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৩৪ Time View

মোঃ আলী আকবর
আগামী ১১ই ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কর্তৃক মনোনীত সভাপতি পদপ্রার্থী এডভোকেট এস.এম. বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট নাজিম উদ্দিনসহ পুরো প্যানেল আদালত পাড়ায় বিভিন্ন স্থানে বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণ চালাচ্ছে। বিজ্ঞ আইনজীবীদের কাছে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। বন্ধের দিন সহ যেখানে আইনজীবীদের সামনে পাচ্ছে সেখানেই সমর্থন কামনা করছে। নির্বাচনের একজন ভোটার এডভোকেট এম.লোকমান শাহ্ বলেন, যারা আইনজীবীদের জন্য কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব। এডিশনাল পিপি কামাল উদ্দিন বলেন, যারা আইনজীবীদের স্বার্থকের আগে অগ্রাধিকার দিবে এবং সমিতির উন্নয়ন করবে তাদেরকে আমরা বেছে নিব। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট নাজিম উদ্দিন দৈনিক সাঙ্গুকে বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে আইনজীবীদের স্বার্থকে অগ্রাধিকার দিব। তাদের কল্যাণের জন্য কাজ করে যাব। প্যাণেলে যারা আছেন তারা হলেন, সভাপতি পদপ্রার্থী এস.এম. বদরুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইছহাক, সহ সভাপতি মোঃ নুরুদ্দিন আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমদ উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অর্থ মোঃ শফিউলছ হক চৌধুরী (সেলিম), পাঠাগার সম্পাদক মোঃ নুরুল করিম (এরফান), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসনা হেনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আবু এবং সদস্য পদে মোঃ এনারুল হক, মোঃ আকিব চৌধুরী, এইচ এস. সোহরাওয়ার্দী, মোঃ সরোয়ার হোসাইন লাভলু, মোঃ আলী ইয়াছিন, মোঃ লোকমান, মোঃ এহছানুল হক, মোঃ হাসান কায়েস, মোঃ ইয়াছিন, মোঃ ওমর ফারুক নির্বাচনে উক্ত পদসমূহে প্রতিদন্ধিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়