বিদেশ ডেস্ক:
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচ করোনা রোগী পুড়ে মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পিটার্সবাগের সেন্ট জর্জ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মারা যাওয়া রোগীদের সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
রাশিয়ান সংবাদ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, আইসিইউ এর ভেন্টিলেটরে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে এবং দেড় শতাধিক মানুষকে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে, কত লোক আহত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
সেন্ট পিটার্সবার্গের জরুরি বিভাগের একটি সূত্র ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ‘ভেন্টিলেটরগুলো তাদের ক্ষমতার সর্বোচ্চ লেবেলে কাজ করছিলো। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ভেন্টিলেটরগুলো অত্যধিক কাজের চাপে সর্টসার্কিট হয়ে তাতে আগুন ধরে গিয়েছিলো।’
রাশিয়ায় এমন একসময় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যখন দেশটি ধীরে ধীরে লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পথে হাঁটছে। দেশটির নির্মাণ, কৃষি ও কারখানার শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন।
এই মুহূর্তে বিশ্বে করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। সোমবারও দেশটিতে রেকর্ড ১১ হাজার ৬৫৬ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৩৪৪ জনে এবং মারা গেছেন প্রায় দুই হাজারের বেশি মানুষ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply