Amar Praner Bangladesh

আওয়ামী পাশবিক হামলায় আহত নূরুল ইসলাম মনিকে দেখতে হাসপাতালে গেলেন মহাসচিব মির্জা ফখরুল

 

 

এস এম ফোরকান মাহমুদঃ

 

তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অবিশ্বাস্য ঊর্ধ্বগতি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে নেতাকর্মী খুন ও দেশব্যাপী গুম-খুন-নৈরাজ্যের প্রতিবাদে দেশনায়ক তারেক রহমান ঘোষিত জনবান্ধব কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য গত ০৪ সেপ্টেম্বর, রবিবার ঢাকা থেকে আসছিলেন বরগুনার গণমানুষের হৃদয়ের নেতা সাবেক এমপি নুরুল ইসলাম মনি।

তাঁর গাড়িবহর পাথরঘাটার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ওপর অনাকাঙ্ক্ষিত ভাবে বর্বর হামলা চালায়। হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আওয়ামী সন্ত্রাসীরা প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করে।

পৈশাচিক সেই হামলায় মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন সাবেক এমপি মনির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আজ হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল ইসলাম অসুস্থ নূরুল ইসলাম মনির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
তিনি এই অনৈতিক ও পাশবিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি দেশ ও গণবিরোধী এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে সকলের মুক্তির জন্য দেশবাসীকে চলমান আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।