মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-কক্সবাজার রুটে চলবে একটি ট্রেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ত্রি বার্ষিক সম্মেলনে জুনাইদ মনিরকে সভাপতি হিসেবে দেখতে চায় এলাকাবাসী ঘাটাইলে কৃষি জমিতে বন বিভাগের গাছের চারা রোপণ, বিপাকে এলাকাবাসী মাদক ও চোরাই মোবাইলসহ গ্রেপ্তার একজন  ইবির মেগা প্রকল্প নিয়ে ষড়যন্ত্র প্রমান মেলেনি আক্তার ফার্নিচারের বিরুদ্ধে নীলফামারীতে আসাদুজ্জামান নূর এমপির সাথে নাসিব নীলফামারীর শুভেচ্ছা বিনিময় মাদারগঞ্জে বাচ্চু চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদল এর মা আর নেই স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হলো তজুমদ্দিনে শাহে আলম মডেল কলেজে গোপালগঞ্জ কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল অবস্থা, কর্তৃপক্ষের চোখে কাঠের চশমা সাতক্ষীরায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন সংস্করণে রিটস্ ব্রাউজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০ Time View

মোবাইল ব্রাউজার রিটস্ তাদের নতুন সংস্করণে দুইটি ফিচার যুক্ত করেছে। যা ব্রাউজারের ইউজার ইন্টারফেসটিকে আরও সহজ এবং আকর্ষণীয় করেছে।

প্রথম বাংলাদেশি মোবাইল ব্রাউজার হিসেবে রিটস ব্রাউজারটি বর্তমানে গুগল প্লে-স্টোর থেকে পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

অ্যান্ড্রয়েড সংস্করণ ৪.১ এবং এর ওপরের ভার্সনের জন্য প্রযোজ্য এই ব্রাউজারটি ব্যবহারকারীদের অধিক মান ও গুণসম্পন্ন অভিজ্ঞতা প্রদানে সক্ষম। রিটস্ ব্রাউজার হচ্ছে একমাত্র ব্রাউজার যেখানে আপনি কন্টেন্টগুলো বুফের মত করে পাবেন।

আপনার ওয়েব সাইট সার্চিং ও অ্যাপ ইন্সটলিং অনেকাংশেই কমিয়ে সহজ করে দিবে এই রিটস্ ব্রাউজার। রিটস্ ব্রাউজারে শুধু মাত্র আঙ্গুলের ১টি স্পর্শ দিয়ে আপনি পাবেন, পৃথিবীর যে কোন প্রান্তের আপডেট, চলমান ও সর্বশেষ খবর এবং অনন্যা বিষয়ের বিষয়ভিত্তিক ধারনা। আপনার ডিভাইসের মেমোরি ও পাওয়ার বাঁচাতে এই অ্যাপটি অন্যান্ন একাধিক অ্যাপ ইন্সটলের প্রয়োজনিয়তা কমিয়ে দিবে|

নতুন দুইটি ফিচার যা থাকছে:-

১। নোটিফিকেশন:- সদ্য প্রাপ্ত খবর, অফার, ঘটে যাওয়া ঘটনা এবং অনন্যা বিষয়ের হাল নাগাদ তথ্য থাকছে এই ফিচারটিতে। ব্যবহারকারীরা যা টাচ করা মাত্রই পেয়ে যাবে।

২। এক্সিট অপশন:- শুধুমাত্র এক্সিট অপশন এ টাচের মাধ্যমে একজন ব্যবহারকারী সহজেই অ্যাপ ব্যবহার শেষে বের হয়ে যেতে পারবে। পাশাপশি এই ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাক অ্যান্ড প্রসেস থেকেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটিকে বন্ধ করে দেয়ায় ডিভাইসের মেমোরি ও ব্যাটারীর অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করে। যা বর্তমানে কোন অ্যান্ড্রয়েড ব্রাউজারে নেই।

নতুন ফিচার ছাড়াও ব্রাউজার ব্যবহারকারীরা নিম্নলিখিত  সুবিধাসমূহ উপভোগ করতে পারবে–

১. দ্রুত ব্রাউজিং- দ্রুত নেট সার্ফিংয়ের অভিজ্ঞতার কথা মাথায় রেখে রিটস্ ব্রাউজারকে দ্রুত ব্রাউজিং অনুকূলে বানানো হয়েছে।
২. লাইট ওয়েট- ব্রাউজারটি তুলনামূলক অন্যান্য অ্যাপের চেয়ে অনেক কম মেমোরি খরচ করে।
৩. গোপনীয়তা- ছদ্মবেশী ব্রাউজিং বা ইনকগনিটো ব্রাউজিং ফিচার থাকায় ব্রাউজারটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে।
৪. সদ্যপ্রাপ্ত সংবাদ- সদ্য ঘটে যাওয়া সংবাদ ও তার স্থানসহ সংবাদ শিরোনাম পাওয়া যাবে এতে।
৫. লাইভ ক্রিকেট–  ক্রিকেট খেলা চলাকালীন সময়ের লাইভ স্কোর আপডেট জানা যাবে এখানে।
৬. বিনোদন- ভাষা ও পছন্দ অনুযায়ী বলিউড ও হলিউডসহ বিনোদন জগতের সর্বশেষ খবর ও ভিডিও দেখতে পাবেন এখানে।
৭. লাইভ টি.ভি- ২০টির অধিক টেলিভিশন চ্যানেল লাইভ দেখতে পাবেন এই অপশনটিতে।
৮. লাইভ রেডিও ও সঙ্গীত- আপনার পছন্দের দেশি বিদেশি রেডিও চ্যানেল শুনুন কোনো হেড ফোনের সংযোগ ছাড়াই।
৯. বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শুনুন ননস্টপ গান, মিউজিক অথবা এমন কিছু যা আপনার পছন্দনীয়।
১০. রাশিফল- জেনে নিন কেমন যাবে আজকের দিনের বাকি সময়টা।
১১. রেসিপি- মজার মজার রান্নার সব রেসিপি জানাও যাবে এই ব্রাউজারে।
১২. শেয়ারিং- যা ব্রাউজ করেছেন, তা আপনি চাইলে সহজেই পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এখানে।
১৩. হোমস্ক্রিনে অ্যাড- প্রয়োজনীয় ওয়েব সাইটটি হোমস্ক্রিনে শর্টকাট হিসেবে যোগ করা যাবে। যা ভবিষ্যতে সহজেই পাওয়া যাবে।
১৪. অফ-লাইন গেমস্- সময় কাটাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই খেলুন রিটস্‌ ব্রাউজারে যুক্ত করা গেমটি।

এছড়াও পাঁচ থেকে দশটি অ্যাপের সমন্বয়ে তৈরী এ ব্রাউজারে পাবেন অনেক সুবিধা|

রিটস্ ব্রাউজারের পরবর্তী সংস্করণে থাকবে সবচেয়ে আকর্ষণীয় ফিচারঃ পয়েন্ট কালেকশন, যে পয়েন্ট দিয়া আপনি কেনাকাটা থেকে শুরু করে মোবাইল টপ আপ পর্যন্ত যেকোনো কিছু করতে পারবেন| পুরনো ইউসারদের জন্য থাকছে বোনাস পয়েন্ট| ইন্সটল করুন রিটস্ ব্রাউজার এবং আপডেট থাকুন ডিজিটাল গতিতে।

ব্রাউজারটি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://play.google.com/store/apps/details?id=acr.browser.raisebrowserfull&hl=en

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়