আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ণ পেতে ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি,ভূঞাপুর পৌর সভার তিন তিন বারের নির্বাচিত সফল মেয়র জননন্দ্রিত নেতা বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ গণসংযোগ শুরু করেছেন। তিনি ইতিমধ্যে গোপালপুর -ভূঞাপুরের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়সহ লিফলেট বিতরণ করছেন। গোপালপুর-ভূঞাপুর বাসীও মাসুুদুল হক মাসুদকে এমপি হিসেবে দেখতে চান।তাই এলাকাবাসীর চাওয়া থেকেই তার নির্বাচন করার প্রত্যাশা ।এ কারনে সব শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করতে চালিয়ে যাচ্ছেন নানা আলোচনা এবং মতবিনিময়।এছাড়া গোপালপুর-ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাসুদুল হক মাসুদের পক্ষে মাঠে কাজ করছে।এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে ।তারা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একাট্রা হচ্ছে।বিশিষ্ঠ্য জনেরা মাসুদুল হক মাসুদকে প্রচার কাজ জোরদার করতে উৎসাহিত করছে।
মাসুদুল হক মাসুদ বলেন,আমি কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি ।বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে সারাজীবন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি।বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে রাজপথে আন্দোলন করেছি।বিএনপি-জামাত জোট সরকারের সময় বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়েছি।ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে রাজপথে করেছি আন্দোলন সংগ্রাম । তাই প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ণ প্রত্যাশা করছি।
তিনি বলেন,আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স¦াধীনতার অর্ধশতাব্দী অতিক্রম করেছে।বিগত একযুগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ।এ সময়ে জাতির পিতার সুযোগ্য কণ্যা টানা তিনবার প্রধান মন্ত্রী হয়েছেন। দেশরত্ন শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশ অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য।আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ।কিন্তু এ উন্নয়নকে ব্যাহত করতে বিএনপি-জামাত জোটসহ দেশী-বিদেশী অপশক্তি যড়যন্ত্র করে যাচ্ছে।চালাচ্ছে নানা অপপ্রচার ।এই অপশক্তিকে রুখতে এবং দেশের উন্নয়ন অব্যাহত রেখে উন্নত স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে সংসদ নির্বাচনে অংশ নিতে চাচ্ছি।তিনি বলেন,ইনশাহআল্লাহ্,আমি আশা করি দলের প্রতি আনুগত্য,বিশ্বস্ততা এবং জনসেবার কারনে দলীয় সভাপতি শেখ হাসিনা আমাকেই সংসদ নির্বাচনে মনোনয়ণ দেবেন ।আমি সংসদ নির্বাচনে মনোনয়ণ পেলে মেয়র হিসেবে জনকল্যানে যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই আমি কাজ করবো ।সর্বপরি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply