মোয়াজ্জেম :
শ্রীপুর পৌরসভার নির্বাচন পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করেছে নির্বাচন কমিশন।
গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরিচালনা-২ অধিশাখায় উপ সচিব মোঃ আতিয়ার রহমান, স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থগিত হয়ে যাওয়া মেয়র পদ ও অন্যান্য পদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এই প্রজ্ঞাপনে রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুর হক এক গণবিজ্ঞপ্তি জারি করেন। আগামী ১৬ ই জানুয়ারী ২০২১ সালে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত পদে ভোট গ্রহণ হবে।
স্থগিত হয়ে যাওয়া মেয়র পদে মনোনয়ন দাখিল শেষ তারিখ ২৩ ডিসেম্বর, বাছাইয়ের শেষ তারিখ ২৪ ডিসেম্বর এবং ২৬ তারিখ প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারী ২০২১ সালে দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। শ্রীপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে এলাকায় সুস্থ-সুন্দর-শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
আশা করা যাচ্ছে আগামী ১লা জানুয়ারী থেকে আবারও জমে উঠবে শ্রীপুর পৌরসভার নির্বাচন। এখন পর্যন্ত শ্রীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে রয়েছেন ৩ জন প্রার্থী- ১। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনিছুর রহমান আনিছ, ২। জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এ্যাড. মোঃ কাজী খান, ৩। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ফরহাদ আহমেদ মোমতাজি। সংরক্ষিত আসন থেকে ১১ জন এবং সাধারণ ৪৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply