আল মামুন, জয়পুরহাট : আজ ২৬এপ্রিল, জয়পুরহাটের কড়ইকাদিপুর গনহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন এই গ্রামে ৩শ ৭১জন হিন্দু নিরীহ গ্রামবাসিকে নৃসংশ ভাবে হত্যা করে পাক হানাদার ও তাদের দেশীয় দোসররা নির্মম ভাবে হত্যা করে। ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাক হানাদার বাহিনী গভীর রাতে বগুড়ার সান্তাহার থেকে ট্রেনযোগে এসে দখলে নেয় তৎকালীন মহকুমা শহর জয়পুরহাট। ২৫ এপ্রিল থেকে পাকসেনারা শুরু করে বাড়িতে বাড়িতে অগ্নি সংযোগ আর নির্বিচারে হত্যাযজ্ঞ সেই সাথে চলে লুটপাট। ২৬ এপ্রিল কড়ই কাদিপুর গ্রামে পাক হানাদাররা চালায় গনহত্যা। ৩শ ৭১ জন হিন্দু নিরীহ গ্রামবাসিকে একত্রে মাঠে নিয়ে হত্যা করা হয় নৃসংশ ভাবে। স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও সরকারী সহযোগীতার অভাবে মানবেতর জীবন যাপন করছেন সেখানকার সেই স্বজন হারা মানুষগুলোর অনেকেই। এসকল পরিবার গুলোকে খুজে খুজে বের সহযোগীতা করার দাবি জানিয়েছেন জয়পুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply