আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রীমতি বুলবুলি রাণী (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলবুলি রাণী উপজেলার ভোঁপাড়া গ্রামের তিলাবাদুরি গ্রামের শ্রী সনীল চন্দ্র প্রামানিকের স্ত্রী।জানা গেছে, শুক্রবার বিকালে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি জন্য নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মুত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুলবুলি রাণী কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন তার মৃত্যুর বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply