মোঃ মমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
গত শনিবার বিকেলে আদমদীঘির লক্ষীকোল গ্রামে আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। সে সেচ্ছায় গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে। এ নিয়ে গ্রামে নানা প্রশ্ন উঠেছে। আবুল কালাম আজাদ ওই গ্রামের আলহাজ্ব আব্দুল জোব্বারের ছেলে ও তিন সন্তানের জনক। পুলিশ গতকাল শনিবার রাতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, আদমদীঘির লক্ষীকোল গ্রামের আবুল কালাম আজাদ প্রায় ৭ বছর যাবত সান্তাহার তার নিজ বাসায় স্ত্রী সন্তানসহ বসবাস করতো। সে মাঝে মধ্যে গ্রামের বাড়ী লক্ষীকোল গ্রামে এসে সম্পত্তি দেখা শুনা করতো। গতকাল শনিবার সকালে আবুল কালাম আজাদ তার সান্তাহার বাসা থেকে গ্রামের বাড়ী লক্ষীকোল আসেন। বিকেলে নিজ বাড়ীর বারান্দার তীরের সাথে গলায় দড়ির পাঁস দেয়া অবস্থায় জনৈক মহিলা দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে জানাজানি হয়। এসময় গ্রামবাসী মরদেহ নামিয়ে থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যা ৭টায় মরদেহ উদ্ধার করে। মৃত্যু ঘটনাটি রহস্যজনক বলে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে বলে তদন্তকারী উপ-পরিদর্শক ফজলুল হক জানান।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply