মোঃ রাজন ইসলাম রাজু :
বগুড়ার আদমদীঘিতে ঔষধের দোকানে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে।
গত শনিবার সাড়ে ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উওর পাশে আতাউর রহমান স্বপনের শিপলা ফার্মেসীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঔষধের দোকানদার আতাউর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও আমার দোকানের ভিতরে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার ঔষধসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিড়ি- সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply