মো: মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে সফল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে সরকারি ভুর্তকি দেয়া ধান কাটা মারাই কম্বাইন হারভেস্টার মেশিন ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা বিনামূল্যে উফশি জাতের আউশ ধানবীজ ও সার বিতরন করা হয়। আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু কৃষকদের মাঝে এই মেশিন, ধান ও বীজ বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ভারপ্রাপ্ত কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, দি মেটাল কোম্পানি লিমিটেডের রিজিউনাল ম্যানেজার আমিন শরিফ, টেরিটরি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য : সরকার কৃষি খামার কাজে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ধান কাটা মারাই দি মেটাল (প্রাঃ) লিমিটেডের কম্বাইন হারভেস্টার মেশিন নির্ধারিত মূল্যের মধ্যে সরকার ৫লাখ টাকা ভুর্কতি দিয়ে ১৩ লক্ষ মূল্য নিয়ে মাহমুদ হাসান নামের কৃষককে এই অত্যাধুনিক মেশিন প্রদান করা হয়। এছাড়া প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ২শত জন কৃষকদের মাঝে বিনামূলে ধানবীজ ও সার বিতরন করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply