আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির শিবপুর গ্রামে পিত্রালয়ে এক গৃহবধু (২২) কে ভয় দেখিয়ে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষনের শিকার ধনতলা গ্রামের ওই গৃহবধু নিজেই বাদি হয়ে আদমদীঘির শিবপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৬), আফজাল হোসেনের ছেলে জাকিরিয়া হোসেন (২৪) ও আক্কাছ আলীর ছেলে কুরুত আলী (২২) কে আসামী করে গত ২৮ মার্চ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-২ এ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত-৩) এর ৯(১) ধারায় এই মামলা দায়ের করেন। আদালত বাদির আনিত অভিযোগটি শুনানিঅন্তে এজাহার হিসাবে গ্রহন করতে ওসি আদমদীঘিকে নির্দেশ প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির শিবপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়েকে একই উপজেলার ধনতলা গ্রামে বিয়ে দেন। গত ২২ মার্চ বাদিনীকে তার স্বামী ধনতলা গ্রাম থেকে পিত্রালয় শিবপুর গ্রামে রেখে যায়। ওই দিন রাত ১০টায় বাদিনী টিভি দেখে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে শয়ন ঘরে প্রবেশ করলে ঘরে ওঁৎ পেতে থাকা আসামী আলমগীর হোসেন অপর আসামীদের সহযোগীতায় বাদিনীর মুখ পা বেঁধে বিবস্ত্র করে ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে পালিয়ে যায়। পরে বাদিনী কৌশলে মুখ খুলে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। ওসি ওয়াহেদুজ্জামান মামলাটি প্রাপ্তির কথা নিশ্চিত করেন।
Leave a Reply