মোঃ রাশেদুল ইসলাম রাশেদ :
বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বেলাল হোসেনের ছেলে আহসান জামান (২৮), খাড়ির ব্রীজ এলাকার মৃত ছামাদ আলীর ছেলে নয়ন আলী (২৮) ও নওগাঁ জেলার সদর উপজেলার চক এনায়েতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৫২) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাগুতারী এলাকার হোসেন আলীর ছেলে আব্দুল মজিদ (২৮)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকায় একটি ড্রাম ব্রয়লারের চাতালে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply