মোঃ মমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি থানা পুলিশ মাদক ব্যবসায়ী চাঁনমিয়া (৩৫) ও শাফিক কামাল ওরফে চঞ্চল তালুকদার (৩০) কে গ্রেফতার ও তাদের নিকট থেকে এ্যাম্পল (ইনজেকশন) ও হেরোইন উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ পশ্চিমবাজার এলাকায় তালুকদার ফার্মেসী নামক ঔষধের দোকানের সামনে রাস্তায় বিক্রি কালে ৩০টি নেশার এ্যাম্পলসহ ঔষধ ব্যবসায়ী উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ মিন্টু তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী শাফিক কামাল চঞ্চল তালুকদারকে ও তিলোচ সিতাহার গ্রামের জসিম উদ্দিনের ছেলে চাঁনমিয়াকে তার বাড়ী থেকে ৩০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ জানান, তারা দুইজনই পেশাদারী মাদক ব্যবসায়ী।
Leave a Reply