মো: মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জর সদরের বিধবা (২৬) নারীর সাথে প্রেম সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ধর্ষন মামলার আসামীরা এখনও গ্রেফতার হয়নি। মুল আসামী হেলালুজ্জামান দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটিংয়ের কাজ করে। একটি প্রভাবশালি মহল ঘটনাটি অন্যখাতে নেয়ার জন্য তৎপরতা রাখায় ন্যায় বিচার পাবে কিনা এ নিয়ে বাদিনী সংশয় প্রকাশ করে সাংবাদিকদের জানান।
মামলা সুত্রে জানাগেছে, আক্কেলপুরের জামালগঞ্জ পূর্ব মাতাপুরের বিধবা ওই নারী নওগাঁ সদরে বাটা শোরুমে সেলস ম্যানের চাকুরী করা কালে আদমদীঘির অন্তাহার গ্রামের ইয়াকুব আলীর ছেলে হেলালুজ্জামান এর সাথে পরিচয় ও উভয়ের মধ্যে মোবাইল ফোনে প্রেম সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড় মাস পূর্বে থেকে হেলালুজ্জামান তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে। এরপর হেলালুজ্জামানকে বিয়ে করার জন্য চাপ দিলে সে গত ১৮এপ্রিল ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়ী অন্তাহার গ্রামে আসতে বলে। বিকেলে নারীটি অন্তাহার গ্রামে কথিত প্রেমিক হেলালুজ্জামানের বাড়ীতে আসার পর হেলালুজ্জামান তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে সন্ধ্যায় ছাতিয়ানগ্রাম বাজারে অপর সহযোগীদের সহযোগীতায় বাদিনী বিধবা ওই নারীকে টানা হেচড়া ও মারধর করে।
এ ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে গত ২০ এপ্রিল রাতে আদমদীঘির অন্তাহার গ্রামের কথিত প্রেমিক হেলালুজ্জামান (২৮), রকেট (৩২), রব্বানী (২৫), জুয়েল (২৮), শরিফুল (২৮), হেলাল (২৮) ও রবিউল ইসলাম (২৭) কে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করলেও অদ্যবদি কোন আসামী গ্রেফতার হয়নি। তদন্তকারি উপ-পরিদর্শক ফজলুল হক জানান, মামলাটি দ্রæত গতিতে তদন্ত চলছে অচিরেই আসামী গ্রেফতার সম্ভব হবে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply