আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘির শিহাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের পুত্রবধু সুমাইয়া আখতার সুমির (২৫) একই সাথে ভুমিষ্ঠ হওয়া জমজ তিনকন্যা সন্তানের বয়স এখন এক বছর পূর্তি হয়েছে। তাদের নাম রাখা হয়েছে সারা, সামিহা ও সাইফা। একই রকম চেহারায় সুস্থ্য জমজ তিনবোনকে নিয়ে তার পিতামাতা ও দাদা মুক্তিযোদ্ধা বেশ সুখেই রয়েছে। নেই তাদের বড় কোন অসুখ কিংবা অতিরিক্ত ঝুটঝামেলা।
আদমদীঘির শিহাড়ী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ছেলে আহসান হাবিব বাবু স্ত্রী সুমাইয়া আখতার সুমির সুরভি নামের একটি কন্যা সন্তান থাকার পর গত ২০১৬ সালের ১৯ ডিসেম্বর রাত আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুমাইয়া আখতার সুমিকে সিজারের মাধ্যমে একই সাথে তিনটি কন্যা সন্তানের ভুমিষ্ঠ করেন চিকিৎসকরা। এরপর তিন জমজ কন্যা সন্তান নিয়ে সুমি আখতার আদমদীঘির শিহাড়ী গ্রামে তার স্বশুড় বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনের বাড়ী আসেন। সেখানেই স্বামীসহ সকলের সান্নিধ্যে শিশুকন্যাত্রয় লালন পালন হতে থাকে। গত ১৯ ডিসেম্বর তাদের বয়স এক বছর পূর্ন হলো। তিন জমজ কন্যা সন্তানের পিতা আহসান হাবিব জানান, জমজ তিন কন্যাসহ ৪ কন্যা সন্তানকে লালন পালন করতে অর্থনৈতিক ভাবে হিমশিম খাচ্ছেন। তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সরকারি ভাবে সহযোগিতা প্রয়োজন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply