আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আদমদীঘির সান্তাহারের নিখোঁজ গৃহবধু ইতি বেগমের সন্ধান ২৫ দিনেও মিলেনি। সে পরকীয়ার টানে নিখোঁজ নাকি তাকে অপহরন করা হয়েছে। এ নিয়ে শংকিত তার পরিবার। এ ব্যাপারে তার স্বামী রেজাউল করিম ৪ নভেম্বর আদমদীঘি থানায় একটি জিডি করেছেন।
জানাযায়, আদমদীঘি বড় আখিড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজাউল করিম ৩ বছর আগে নওগাঁর পাথরকুঠা সিংড়াপাড়ার জফুর মন্ডলের মেয়ে ইতি বেগম (২৫) কে বিয়ে করার পর তারা স্বামী স্ত্রী মিলে সান্তাহারস্থ হাটখোলা ভাড়া বাসায় বসবাস করছিল। গত ৩০ নভেম্বর দুপুরে স্বামীর অনুপস্থিতিতে ভাড়া বাসা থেকে গৃহবধু ইতি বেগম রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। স্বামী রেজাউল করিম জানায়, বিভিন্ন স্থানে খোঁজখুজি করে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply