মো: হাসমত উল্লাহ, লালমনিরহাট :
লালমনিরহাটের আদীতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী এলাকা হতে জুয়া সরঞ্জামাদিসহ দুইজন কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
গত বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর ঘোষ, এসআই/হামিদুল ইসলাম, এএসআই/গোপাল, এএসআই/তপন সহ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী মৌজাস্থ জনৈক মো: শরীফ উদ্দিন, পিতামৃত: আ: জব্বার, সাং- চন্দনপাঠ এর বাঁশঝাড়ে জুয়া খেলা অবস্থায় খেলার সরঞ্জামাদিসহ দুই জুয়ারুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারু আসামীরা হলেন আরিফুল ইসলাম (৩২), পিতা- মোঃ জালাল উদ্দীন, আইনুল ইসলাম (২৮), পিতা- মো: ফয়েজ উদ্দিন, উভয়ের সাং- বড় কমলাবাড়ী, থানা- আদিতমারী, জেলা: লালমনিরহাট।গ্রেফতারকৃত জুয়ারুদের কে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে জনাব রওজাতুন জান্নাত,সহকারী কমিশনার(ভূমি), আদিতমারী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট উক্ত জুয়ারুদের কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-( একশত) করে জরিমানা করেন। আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী এলাকা হতে জুয়া সরঞ্জামাদিসহ০২জন জুয়ারু কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply