মমিনুল ইসলামঃ
মেলান্দহ উপজেলা আদ্রা ইউনিয়ন পরিষদে দুরের গ্রাম থেকে সেবা নিতে আসা ইউনিয়নবাসীকে বিশ টি করে টাকা দিয়ে আলোচনা এসেছেন সেখানকার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকা। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিয়নবাসী। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের যেসব লোক সেবা নিতে আসলেই তিনি বলেন বসেন চা খান যতটুকু সম্ভব তিনি সেবা দেন ফেরার সময় সেবা গ্রহীতার হাতে বিশ টি টাকা দিয়ে বলেন আবার আসবেন।
সরেজমিনে দেখা যায়, সালিশ, বিচার, জন্ম নিবন্ধন ভিজিডির চাল নিতে আসা এবং বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে প্রতিদিন ২০০ থেকে ৩০০ লোক সেবা নিতে আসেন। তাদেরকে গাড়ি ভাড়া বাবদ বিশ টি করে টাকা দেন। সেবা নিতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা জানান ইতিপূর্বে কোন চেয়ারম্যান পরিষদে আসলে বিশ টি করে টাকা তো দূরের কথা ঠিকমতো সেবাই দিতে চায় নাই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিতে আসলে চেয়ারম্যানদেরকে মোটা অংকের টাকা দিতে হতো। ইতিপূর্বে অন্যান্য চেয়ারম্যানের কাছে আসতেই পারি নাই আর এ চেয়ারম্যানের কাছে এসে বসতে পারি এবং আমাদের প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি, সুখে-দুঃখে তাকে কাছে পাই। সেবা নিতে আসা আরেকজন বয়স্ক লোক বলেন, কোনদিনি হুনি (শুনি) নাই চেয়ারম্যানের কাছে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসলে সবাইরে চা খাওয়ায় বিশ টি করে টেহা (টাকা) দেয়।
অথচ আমাদের এই রফিকুল ইসলাম খোকা চেয়ারম্যানে বিশ টি করে টাকা দেয়। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে মানুষের সেবা দেওয়ার একটি জায়গা, বাকি জীবনটা মানুষের সেবা করে যেতে চাই এবং অত্র আদ্রা ইউনিয়নকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply