পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ গত কাল বুধবার আন্তজেলা গাড়ি চোর সিন্ডিকেটের তিন চোরকে গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার এস আই (উপ পরিদর্শক) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতার কৃত শাহজাহান , ছগির ও লিটন চাকর মঠবাড়িয়া উপজেলার তুষখালীর গুদিঘাটা থেকে ব্যাটারি চালিত ইজি বাইকের ৯ খানা ব্যাটারি চুরি করে একটি মাহেন্দ্র ( তিন চাকার দ্রুত যান) গাড়িতে করে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি-ধাওয়া সড়ক দিয়ে পালানোর সময় পশারিবুনিয়া গ্রামের বাসিন্দারা ৯ খানা ব্যাটারি উদ্ধার করে। উদ্ধার করা ব্যাটারির মূল্য এক লাখ আট হাজার টাকা বলে জানাগেছে। পরে ধাওয়া গ্রামের নলকাটা এলাকার বাসিন্দরা মাহেন্দ্র গাড়িটিসহ দুই চোরকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এ সময় আরো তিন চোর পালাতে সক্ষম হয়। পরে ভান্ডারিয়া থানার এস আই শহিদুল ইসলাম গ্রেফতারকৃত চোরদের সহায়তায় মোবাইল ফোনের মাধ্যমে লিটন চাকর নামের আরেক চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত শাহজাহান মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আব্দুল আজিজ মুন্সির ছেলে, লিটন চাকর মঠবাড়িয়া থানা সংলগ্ন মৃত মোসলেম আলীর ও ছগির হোসেন ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আব্দুর রব সর্দারের (চকর) ছেলে। তারা আন্তজেলা গাড়ি চোর সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে। এদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা হয়েছে। ছগির দুর্ধর্ষ ডাকাত বলে তার গ্রামের মানুষ জানিয়েছেন। ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply