গাজী আরিফুর রহমান, বরিশাল :
“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সহনশীলতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ’র সহযোগিতায় প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার কুলকাঠী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ জন শ্রেষ্ঠ প্রবীন ও ৫ জন শ্রেষ্ঠ প্রবীন সন্তানকে সম্মাননা প্রদান করা হয়।
কুলকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের মোল্লা, পাওতা ইসলামিয়া কমপ্লেক্সের পরিচালক ও শ্রেষ্ঠ প্রবীণ আঃ মালেক খাঁন, কুলকাঠী প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি হারুন অর রশিদ । এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী রুহুল আমিন হাওলাদার সহ অন্যান্য নেত্রিবৃন্দ।
প্রায় দেড় শতাধিক সম্মানিত প্রবীন ব্যাক্তিদের উপস্থিতির মধ্যদিয়ে এ দিবসটির কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করা হয়।
Leave a Reply