স্টাফ রিপোর্টার :
রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরা আব্দুল্লাহ্পুর চত্ত্বরের নিকটে আবাসিক হোটেল গ্রীন গার্ডেন এবং হোটেল সিটি প্যালেস আবাসিক দরজার সরাসরি সামনে মসজিদ, পিছনেও মসজিদ, হোটেলের চারদিকে ছোট বড় দোকান। সবসময় দাঁড়িয়ে থাকে রিক্সা, হাঁটছে রাস্তার দু’পাশ দিয়ে অগণিত মানুষ। এর মাঝখানে এই আবাসিক হোটেল দুটির অবস্থান। অসামাজিক কার্যকলাপে জড়িত বিভিন্ন মেয়েরা বোরকা পড়ে উড়না দিয়ে মুখ পেচিয়ে প্রবেশ করছে এসব হোটেলে। আসছে খদ্দের। ব্যস্ত হোটেলের ম্যানেজাররা।
এ যেন এক জমজমাট অসামাজিক কার্যকলাপের হাট বসেছে। এর মধ্যে আসছে কিছু অসাধু সাংবাদিক, আসছে কিছু অসাধু পুলিশ, আবার আসছে নেতা নামের কিছু চরিত্রহীন ব্যক্তিরা। সবাই এখানে এসে ফ্রি টাকায় উপভোগ করে নারীদেহ। আবার যাবার সময় এসব প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় মাসিক চাঁদা।
উত্তরায় অবস্থানরত সংশ্লিষ্ট থানা পুলিশ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কেন এসব দেখেও কাঠের চশমা পড়ে আছে বিষয়টি বোধগম্য নয় এলাকার কাউন্সিলর আফসার খানের। কাউন্সিলর দুঃখ করে বলেন এসব কাজ যারা করে তারা সমাজ ও দেশের শত্রু। আমাদের সকলের উচিৎ সকল অসামাজিক কার্যকলাপকে সামাজিক ভাবে প্রতিরোধ করা। আমি আপনাদের মাধ্যমে জেনেছি, কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাবো।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply