এস.এম. মেহেদী, চট্টগ্রাম ঃ
আকবরশাহ আমরা মুক্তিযোদ্ধা পরিবারের উদ্যোগে বিজয়ের ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়। গত ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সাহাব উদ্দীন আঙ্গুর এর সভাপতিত্বে ও নেওয়াজ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান। প্রধান অতিথি তার বক্ত্যেবে স্বাধীনতা সম্পর্কে বেশ কিছু লোমহর্ষক বর্ণনা জনসম্মুখে উপস্থাপন করেন এবং এ প্রজম্মকে মুক্তিযুদ্ধের সম্মান রক্ষার্থে শক্তিশালী এবং বলিষ্ঠ ভুমিকা পালন করার জোরালো আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম জসিম। তিনি তার উচ্চসিত কন্ঠের বক্ত্যেবে প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একজোটে কাজ করার আহ্বান জানান এবং আগামীতে সুন্দর ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯, ১০, ১৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ আর ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা হরেন্দ্র কুমার নাথ, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নয়ন ও মোহাম্মদ ফাহিম উদ্দীন সহ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply