এইচ এম মহিউদ্দীন চৌধুরী :
আমি তাসনিম, আমি চির সংগ্রামী,
আমি গতিবেগ ঝঞ্ঝার অগ্রজ পথিক।
অগ্নি মন্ত্রে সুদীক্ষিত রণবীর আমি,
ভাঙ্গিয়া লেীহ শৃঙ্খল আনবো মানিক।
আমিতো অপরাজয়ী সৈনিক মূক্তির,
জুলুম-শোষন ঈর্ষা মহল ভাংবো।
আমি ভূল্যেক সর্দার, উচ্চ মম শির,
মানব লাগি সুখের মিনার গড়বো।
আমি টিপু সুলতান, ইবনে কাসিম,
মরন বুকেতে ধরে কাটাই জীবন।
আমি দ্বীপ্ত সংগ্রামী শপথ নিলাম,
ফাঁসি মঞ্চে গেয়ে যাব জীবনের গান।
আমি আতংক সব মিথ্যা-বাতিলের,
চুরমার করে দিব প্রাসাদ ওদের।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply