শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক‍েরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে তার ক্ষতি হবে না: শাজাহান খান আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র হয়েছে: হানিফ হিন্দি সিনেমায় নৈতিকতা-মূল্যবোধের অভাব রয়েছে: কাজল যার আইনি প্যাঁচে অভিযুক্ত হলেন ট্রাম্প শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ দেশে খাদ্যের অভাব নেই: শিক্ষামন্ত্রী র‌্যাবের নেতৃত্বে উত্তরখানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা রামনা ইউনিয়ন প্রবাসী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সৌদি আরবে সাময়িকভাবে ভারত থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ

আরিফুল ইসলামকে মেম্বার হিসাবে দেখতে চায় বামনার ৭নং ওয়ার্ডবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩০ Time View

 

অপু মিয়া, বামনা উপজেলা প্রতনিধি :

বরগুনার বামনা উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নে ৭- নং ওয়ার্ডে সফল ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামকে, মেম্বার হিসাবে দেখতে চায় এলাকা বাসি। প্রতিনিয়তই সে, মানুষের কথা ভাবেন এবং দির্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছেন, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ নির্মূল সহ্ বহুমুখী সামাজিক ভালো কাজ করে আসছেন তিনি এবং তার পরিবার।

ফলে ৭-নং ওয়ার্ডবাসীদের মধ্যে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে থাকবেন এই উদিয়মান তরুন সৎ সমাজসেবক ও সফল ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের ন্যায় মেম্বার প্রার্থীরাও নির্বাচনী মাঠে যোগ্য প্রার্থী খুজে বের করতে নানা গুঞ্জন শোনা যায়।

৭-নং ওয়ার্ডে চলছে আগামি নির্বাচনে যোগ্য ও শিক্ষিত এবং সৎ প্রার্থী বাছাই প্রচার-প্রচারনা, লবিং গ্রুপিং, পাড়া-মহল্লায় চলছে ভোটের হিসাব নিকাশ। প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গনসংযোগ। ছুটে যাচ্ছে সাধারন (ভোটারের) মানুষের সাথে দেখা করতে, চায়ের ষ্টল থেকে শুরু করে ক্ষেত-খামারসহ সরবত্র ছুটে চলছে প্রার্থীরা। কে হবে আগামি ৭- নং ওয়ার্ডের নিজ আমতলির মেম্বার, জনগন কারে নির্বাচিত করবেন। এদিকে, ভোটাররা ভাবছেন– কে কোন চরিত্রের হবে, জনসেবায় কার কী অবদান ? সংগঠন ও সাধারন মানুষের জন্য কার কত ত্যাগ ইত্যাদী বিষয়ই আলোচনার মূল বিষয়বস্তু। এ সব আলোচনায় ঘুরে ফিরে আসছে অনেকেরই নাম। তারমধ্যে, যে মানুষটি দির্ঘদিন ধরে গ্রামের মানুষের সেবা করে আসছেন, সার্বক্ষিনক এলাকার মানুষের পাশে থাকেন, বিপদ আপদে দুর্যোগে,মহমারিতে,স্বাধ্যমত সহযোগীতা দিয়ে পাশে দাঁড়ান তিনি এবং তার পরিবার।

এই সেবামূল কাজ যে মানুষটি করে থাকেন, সে আর কেউ নন, তিনি হলেন, ২নং বামনা সদর ইউনিয়নের ৭-নং ওয়ার্ডে এবারে সম্ভাব্য মেম্বার প্রার্থী মাওলানা মোহাম্মদ আরিফুলইসলাম। বামনা উপজেলাধীন ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার কর্তৃক আসন্ন মার্চ-২০২১ নির্বাচনে প্রথম সারির নাগরিক হিসাবে তরুন সমাজ সেবক সফল ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামকে ৭-নং ওয়ার্ডের গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি মেম্বার পদে অংশগ্রহণের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের পিতাঃ মোঃশাহজাহান হাওলাদারের সুযোগ্য সেজ পুত্র। তিনি তিন মার্চ ১৯৯৪ সালে জন্ম গ্রহণ করেছেন।

তিনি কামিল তথা (মাস্টার্স) পাস করেন করুনা মোকামিয়া কামিল মাদরাসা থেকে। (কামিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে)। তার সমর্থনে রয়েছে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুন, যুবসমাজ, মুরব্বি, সুধীজন, শিক্ষক, সহ্ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সবদলেরই নেতা কর্মীরা। স্থানীয়রা জানান, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সে একটি ভালো ছেলে , সে দির্ঘদিন ধরে এলাকার মানুষের উপকার করে আসছে। যেকোন মহামারি, দুর্যোগে, আপদে-বিপদে যাকে পাই, সে আমাদের আরিফুল ইসলাম ভাই।

সে বর্তমানে বামনা উপজেলার বন্ধু সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও আদ্-দোহা সমাজকল্যাণ সংস্থার জয়েন্ট সেক্রেটারি। সামাজিক সংগঠনে বিভিন্ন সময় সন্ত্রস ও মাদক বিরোধী প্রচারনায় অংশ নিয়েছেন, এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে প্রচার করে থাকে ও বাল্য বিবাহ প্রতিরোধের চেষ্টা করে থাকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। ফলে, ৭-নং ওয়ার্ডবাসীদের মধ্যে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে থাকবেন আরিফুল ইসলাম।

সে কারনে আমরা ৭-নং ওয়ার্ডবাসী এবার বেঁধেছি জোট-আরিফুল ইসলাম ভাইকে দেব ভোট। আর কোন কথা নাই- আরিফুল ইসলাম কে আমরা ৭-নং ওয়ার্ড মেম্বার হিসাবে দেখতে চাই। সফল ব্যবসায়ী, তরুন সমাজ সেবক মাওলানা আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি একজন সফল ব্যাবসায়ী, আমি ব্যবসার পাশাপাশি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় রিপোর্টার হিসাবে দায়িত্বরত আছি। এছাড়াও বামনা উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সামাজিক কাজ করে আসছি।

অনেক কষ্টে সৎ অর্থ উপার্জন করে তারপরেও যতটুকু পারি ততটুকু দিয়েই আমার পরিবারসহ আমার এলাকার গরিব, অসহায় সহ সকলকে নিয়ে ভাল থাকার জন্য চেষ্টা করি। আমি চাই আমাদের সমাজ থেকে মাদক জুয়া দূর হোক, আর এই জন্যই এলাকাবাসিকে সাথে নিয়ে মাদক ও জুয়া নির্মূল করতে চেষ্টা করি। আমি মনেকরি, নির্বাচিত সকল জনপ্রতিধিদের উচিৎ সন্ত্রাস, জুয়াখোর ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

আমাকে যদি এলাকাবাসি ভালো মনে করে, আমায় যদি মেম্বার হিসেবে যোগ্য মনে করেন, আর ওয়ার্ডে সবার সমন্বয় ক্রমে আমাকে যদি প্রার্থী হিসাবে মনোনিত করেন তাহলে জনগনের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আরো বলেন, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭-নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হলে আমার এলাকার সার্বিক উন্নয়ন করবো। এ জন্য আমি আমার ওয়ার্ড বাসির দোয়া, ভোট ও সর্মথন কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়