এস এম নূর ইসলাম :
আর্ত মানবতায় সিএসএস, হতদরিদ্র মানুষের সেবাই যাদের মূলমন্ত্র, এই কথাটি সর্বোচ্চ বিবেচনায় রেখে ১৩ই মার্চ ২০২৩ ইং থেকে ৪ দিনব্যাপী রুপসার তিলকে অবস্থিত, সিএসএস পরিচালিত রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে স্মাইল বাংলাদেশ টিমের বিনামূল্যে ঠোঁট- তালুকাটা অপারেশন ক্যাম্প শুরু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিশেষ করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্মগত ভাবে ঠোঁট- তালু কাটা রোগীদের জন্য এবং বিশেষভাবে দরিদ্র শিশু রোগীদের জন্য সিএসএস- স্মাইল বাংলাদেশের এই মহতী উদ্যোগ।
প্রতিবছরের ন্যায় এ বছর ও আনুমানিক ৫০ জন রোগীর এই অপারেশন হবে বলে জানা গেছে। এই টিমের নেতৃত্বে আছেন বাংলাদেশী বংশভূত আমেরিকার বিশিষ্ট্য শৈল চিকিৎসক শহীদ আজিজ এবং কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিশিষ্ট্য উন্নয়ন ও সমাজকর্মী ক্রিস্টিনা রোজারি ও সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ আরো জানান, বিগত তিনটি বছর করোনা মহামারীর জন্য এই সেবা অনিবার্য কারণে ব্যাহত হলেও ভবিষ্যতে প্রতি বছর বিনামূল্যে এই আয়োজন করার জন্য তারা আশাবাদী।
তিনি আরো জানান, সিএসএস সব সময় দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত। বিশেষত স্বাস্থ্য সেবার ক্ষেত্রে দরিদ্র মানুষের জন্য প্রত্যন্ত এলাকায় গিয়ে চোখ, মা ও শিশু , চর্ম, দন্ত, রোগ সহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য ক্যাম্প বিনামূল্যে আয়োজন করে থাকে।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply