মো:একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট):
দেশের দক্ষিণঅঞ্চল বাগেরহাট ০১ আসনে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের চলছে দৌড়ঝাপ। চায়ের টেবিলে ভোটারদের মাঝে চলছে নানামুখী আলাপচারিতা। একে একে উঠে আসছে এ আসনটিতে কোনদল থেকে কে হচ্ছেন সম্ভাব্য প্রার্থী। তবে আওয়ামীলীগ ও মুসলিমলীগ থেকেএকক প্রার্থীর অংশনেবার কথা শোনাগেলেও বিএনপিতে একাধিক প্রার্থীর প্রচারনা দেখাযাচ্ছে।এখনও জাতীয় পার্টিএবং জামায়াতের কোন প্রার্থীর নাম শোনাজায়নি।
চিতলমারী, ফকিরহাটও মোল্লাহাট উপজেলা নিয়ে বাগেরহাট ০১ আসন: এখানে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে আসছেন।
অতঃপর তার আপন চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন এআসনে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব গ্রহন করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও এআসনে প্রার্থী হতে পারেন । কোন কারন বশত: প্রার্থীনা হলে সেক্ষেত্রে হেভীওয়েট বর্তমান সাংসদ শেখ হেলাল উদ্দীন একক প্রার্থী হবেন। তার প্রতিদ্বন্দী হিসাবে আওয়ামীলীগের অপর কেউ এখানে প্রার্থী হবেন না। তবে শেখ হেলাল উদ্দীন এ আসনে প্রার্থী নাহলে তার পরিবর্তে তার পুত্র তরুণ রাজনীতিক শেখ সারহান নাসের তন্ময় প্রার্থী হবেন তেমনটিও শোনাযাচ্ছে।
বি,এন,পি থেকে এখানে যে সকল নেতা প্রার্থী হিসাবে মনোনয়ন নিতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বি,এন,পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বি,এন,পি’র উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বি,এন,পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর বি,এন,পি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা বি,এন,পি’র উপদেষ্টা শেখ রবিউল আলম, বি,এন,পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্যও বাগেরহাট জেলা বি,এন,পি’র সহ-সভাপতি এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং জাসাস কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বি,এন,পি’র অন্যতম নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন।
এছাড়া বাংলাদেশ জামায়াত’ই ইসলাম, বাংলাদেশ জাতীয়পার্টির প্রার্থী হিসাবে এ আসনে কে প্রার্থী হবেন তা এখন জানাজায়নি।তবে বাংলাদেশ মুসলিমলীগ থেকে এআসনটিতে এককভাবে পার্থী হচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ এ সুবুর।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply