মুন্নাফ হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥ সরকারি নিয়মানুযায়ী সারা দেশের ন্যায় রাণীশংকৈল উপজেলায় ১লা জানুয়ারী সোমবার ১,৬৩,৪৪৯ টি বই বিতরণ করা হয়। তার ধারাবাহিকতায় একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী স্কুলে বিনামূল্যে ১৩৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে এক উৎসবমূখোর পরিবেশে বই বিতরণ করেন- এম,পি সেলিনা জাহান লিটা ৩০১। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এমপি সেলিনা জাহান লিটা আমাদের প্রতিনিধিকে বলেন কমলমতি শিশুদের মাঝে এই বই বিতরণ করে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। প্রতিবন্ধী শিশুরা আনন্দে উৎসাহিত হয়ে বই গ্রহন করেছে। তাদের মুখের হাঁসি দেখে আমি প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাফল্যকে ধন্যবাদ জানাই। দেশব্যাপী ৩৫ কোটির বেশী বই বিতরণ প্রায় সাড়ে ৪ কোটি ছাত্র-ছাত্রীর মাঝে করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন উৎসবমূখর পরিবেশে বই বিতরণ হয়েছে এবং বইয়ের যতœ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন। প্রসংগত বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply