মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের মরহুম আব্দুস ছোবহান চৌধুরী (ছোবা মিয়ার) মেয়ে ফারহানা আক্তার চৌধুরীকে দুই ব্যাগ রক্ত দিয়ে প্রাণ বাচালেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সদস্য মো সামছুন নুর সচ্ছ ও মাসুম আহমদ। ফারহানা আক্তার চৌধুরী দীর্ঘদিন যাবৎ কিডনী রোগসহ আরো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে রক্ত শূন্যতায় ভুগছেন। গতকাল সোমবার সকালে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে মো সামছুন নুর ও মাসুম আহমদের শরীরের রক্ত পরীক্ষা করে নিজ স্বেচ্ছা শ্রমে বিনা মূলে ফারহানা চৌধুরীকে রক্ত দান করেন। এ সময় আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সদস্যরা বলেন, সারা বাংলাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য সচেতনতায় পিছিয়ে রয়েছে। বাল্য বিবাহের কারণে সন্তান বয়সেই তাদের পেটে সন্তান সম্ভাবা সময়ে রক্তের প্রয়োজন কিন্তু তারা রক্ত সংগ্রহ করেন না। স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার,ত্যালাসেনিয়া ক্যান্সারের বিষয়ে আমরা স্কুল,কলেজ,মাদ্রাসা,বিশ^বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার করে থাকি। যাতে আর কোন মানুষ রক্ত শূন্যতায় না মারা যায়।
Leave a Reply