মোঃ সোহেল রানা :
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কান্দাইল এলাকায় মোঃ আঃ ওহাব মিয়ার ছেলে সন্ত্রাসী হাসান ও তার বাহীনির অত্যাচারে প্রবাসী মোঃ আমিনুল ও তার পরিবার গৃহছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ভুক্তভোগী একই এলাকার প্রবাসী আমিনুলের ফুপা মোঃ আসাদুর জামান আসাদ জানায়, আমার প্রবাসী আত্মীয় কামরুরের মোড় এলাকার আঃ ওহাব মিয়ার বাড়ীর পাশে বাড়ী নির্মান করার দায়ীত্ব দেয় আমাকে। আমি সরকারী বিধিবিধান মেনে বাড়ী নির্মানের কাজ শুরু করি ।
এ সময় কান্দাইল কামরুরের মোড় এলাকার মৃত চান মিয়ার ছেলে আঃ ওহাব, তার পুত্র কিশোর গ্যাং এর মুল হোতা সন্ত্রাসী হাসান, পালিত ছেলে রানা, বুলবুল, জিয়াউর রহমানের ছেলে জিহাদ, নরসিংহপুরের কোনাপাড়া এলাকার ফারুক হাসান ফালুর ছেলে পারভেজ খান, শফি মোল্লার ছেলে জোবায়ের রহমান ইমন ও মেহেদী হাসান জয় এবং তার বাহিনী আমার কাছে ৫ লাখ ও হোসেন খার নিকট ৫ লাখ টাকা সর্বমোট ১০ লাখ টাকা চাদা দাবী করেন।
এ সময় আমরা টাকা দিতে না চাইলে গত ইং ২০২২ সালের ১৩ মার্চ বিকালে দলবল নিয়ে অনধিকার প্রবেশ করে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের কুপিয়ে গুরুতর জখম করে। যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়।
এ সময় আমি থানায় একটি মামলা দায়ের করি যার নং- ৪৩ তারিখ ১২-০৩-২০২২ ইং।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আসামীদের দোষী করে আশুলিয়া থানা পুলিশ বিজ্ঞ আদালতে চার্জশিটটি দাখিল করেন। এর পর থেকে আঃ ওহাব ও তার ছেলে হাসান এবং তার বাহিনী আমাদেরকে এলাকা ছাড়ার পায়তারা করছে । তাদের ভয়ে আমরা আমাদের বাড়ীতে যেতে পারিনা বা বাড়ী ভাড়া দিতে পারিনা। উক্ত আসামীরা জামিনে জেল থেকে ছাড়া পেয়ে আমাদের বাড়ী দখলের চেষ্টা করছে ।
তারা আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকী দিচ্ছে। এ বিষয় আমি গত ইং ৩০-০৪-২০২৩ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী করি। যার নং ২৩৪৯ তারিখ – ৩০-০৪-২০২৩ ইং।
এ ঘটনায় কিশোর গ্যাং এর হোতা হাসান ও তার বাহিনী আমার ও আমাদের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে হয়রানী করছে। আমরা বাড়ী ঘর ছেড়ে মানতেতর জীবন যাপন করছি। আমরা বাঁচতে চাই আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে আশুলিয়া থানা কর্তৃপক্ষ জানাই, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ৩০-০৪-২০২৩ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
এ বিষয়ে আঃ ওহাব মিয়ার নিকট জানতে চাইলে কোন তথ্য দিতে রাজী হয়নি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply