জাহাঙ্গীর আলম রাজু, সাভার :
রোহীঙ্গাদেরকে সাহায্যের জন্য হাত বাড়ালেন ঢাকা-জেলার আশুলিয়ার পোশাক শ্রমিকরা। শ্রমিক নেতা মোঃ সরোয়ারের উদ্যোগে শ্রমিকদের সমন্বয়ে সোমবার থেকে বিভিন্ন জনের কাছ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে নতুন-পুরনো জামা-কাপড়, চাল, চিড়া, খাবার স্যালাইন, মোমবাতিসহ আরো খাদ্য সামগ্রী সংগ্রহ করে শনিবার রাতে কক্সবাজার উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
শ্রমিক নেতা সরোয়ার বলেন, মানবিক দিক দিয়ে রোহীঙ্গাদেরকে সহায্যের জন্য আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে সোমবার থেকে সাহায্য সামগ্রী সংগ্রহ করেছি। আমাদের ডাকে শ্রমিকসহ আরও অনেকে সাড়া দিয়েছেন। রবিবার রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এগুলো বিতরণ করবো। এরআগেও বন্যার্তদেরকে এবং শীতার্তদের এভাবে করে সাহায্য করেছি।
এতে সার্বিক সহযোগীতা করেন আশুলিয়ার ধামসোনা (৭ নং ওয়ার্ড) মেম্বারও আশুলিয়া থানার যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রাশেদ ভূঁইয়াসহ আরো অনেকে সহযোগীতা করেন।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply