জাহাঙ্গীর আলম রাজু, সাভার :
আশুলিয়ায় অজ্ঞাত এক (২৫) যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার বাইশমাইল গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যাল এর সামনে একটি খোলা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সকালে আশুলিয়ার বাইশমাইল গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যাল এর সামনে একটি খোলা জায়গায় যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পড়নে ফুল প্যান্ট ও শার্ট রয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। নিহতের যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। কি কারনে দুর্বৃওরা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সাইটের কোন লেখা কপি পেস্ট করা আইনত দন্ডনীয়
Leave a Reply